ছাতকে পুলিশের অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা গ্রেফতার হয়েছেন।
রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভাতগাঁও ইউনিয়নের খঞ্জনপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তি ওই ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আজিজ (৪৬)। তিনি খঞ্জনপুর গ্রামের মো. ময়না মিয়ার পুত্র।
থানা সূত্রে জানা যায়, ছাতক থানার মামলা নং–১৫, তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ এর অধীনে The Special Powers Act, 1974 Section 15(3)/25D এর সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. সিকান্দর আলী, এসআই আব্দুল লতিফ, এএসআই মঞ্জুর আহমদ ও এএসআই মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান জানান, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।