মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈর কংক্রিট মিক্সার গাড়ির চাকায় পৃষ্ট হয়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু বেগম খালেদা জিযার রোগ মুক্তির কামনায় বিএনপির প্রার্থী আনিসুল হকের দোয়া ও আলোচনা সভা খালেদা জিয়ার সুস্থতা কামনায় কয়ছর এম আহমদ এর নির্দেশনায় জগন্নাথপুরে মিলাদ ও দোয়া মাহফিল কলকলিয়া ইউনিয়ন আনসার ভিডিপি ক্লাব সমিতির উদ্যোগে সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন উদ্দেশ্যমূলক অপপ্রচারের শিকার বাবুল মিয়া খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাসিরনগরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত ঢাকা–১৯ আসনে বিএনপি প্রার্থী ডা. সালাউদ্দিন বাবু ভাইয়ের সমর্থনে লিফলেট বিতরণে মাঠে ছাত্রদল নেতা মোশারফ হিমেল জীবননগরে সীমান্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত সিটি প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মাইদুল ইসলাম বহিষ্কার নাগরপুরে উপজেলা কিন্ডারগার্টেন এর বৃত্তি পরিক্ষা  ২০২৫ অনুষ্ঠিত 

তারাকান্দায় কৃষক রফিকুল ইসলাম হত্যার প্রতিবাদে মানববন্ধন: খুনিদের গ্রেফতার ও বিচারের দাবি এলাকাবাসীর

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
  • আপডেটের সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ সময় দেখুন

তারাকান্দায় কৃষক রফিকুল ইসলাম হত্যার প্রতিবাদে মানববন্ধন: খুনিদের গ্রেফতার ও বিচারের দাবি এলাকাবাসীর

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নির্মমভাবে খুন হওয়া কৃষক রফিকুল ইসলাম হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত, খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। দীর্ঘদিন অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে না পারায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা।

গত ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে ঢাকুয়া ইউনিয়নের ভালকি নয়াপাড়া এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতের পরিবার ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক ও সমাজসেবকরা অংশ নেন। তারা রফিকুল হত্যার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, গত ১লা সেপ্টেম্বর (সোমবার) ভোররাতে উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ভালকি গ্রামের নয়াপাড়া এলাকায় জনৈক নূরুল হকের ফিসারীর পাশের ধানক্ষেতের আইল থেকে কৃষক রফিকুল ইসলাম (৪৫)-এর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে তারাকান্দা থানা পুলিশ। নিহত রফিকুল ইসলাম একই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ৩১ আগস্ট (রবিবার) রাত ৯টার দিকে রফিকুল ইসলাম স্থানীয় শফিকুল ইসলামের দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর রাত ৩টার দিকে দোকানের পেছনে ফিসারীর পাড়ে এবং ধানক্ষেতের আইলে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে গলায় ফাঁস দিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে বুকে ও শরীরের বিভিন্ন অংশে একাধিকবার আঘাত করে রফিকুল ইসলামকে হত্যা করা হয়েছে। তারা আরো জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মানববন্ধনে বক্তারা বলেন, রফিকুল ইসলাম একজন সৎ, পরিশ্রমী কৃষক ছিলেন। তাঁর সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। তাকে যে কায়দায় হত্যা করা হয়েছে, তা অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিক। আমরা দ্রুত খুনিদের গ্রেফতার এবং বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি। কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য কাজ চলছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

এদিকে এই নির্মম হত্যাকাণ্ড এবং বিচারহীনতার শঙ্কায় গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী বলছে, যদি দ্রুত অপরাধীদের শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।

নিহতের পরিবার ও স্থানীয়দের একটাই দাবি রফিকুল হত্যার বিচার যেন আর দেরি না হয়। গ্রেফতারের পাশাপাশি যেন দ্রুততম সময়ে চার্জশিট প্রদান করে মামলার বিচারকাজ শুরু করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD