তাহিরপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের তাহিরপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় মধ্য তাহিরপুর কালিবাড়ি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক দেবেশ তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রিংকু রায়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক বাদল মিয়া ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ভক্তবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় আহ্বায়ক দেবেশ তালুকদার বলেন, “দীর্ঘদিন পর আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। জেলা কমিটির সিদ্ধান্তে আমাদের উপজেলা কমিটি গঠিত হয়েছে। আমাকে আহ্বায়ক ও রিংকু রায়কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা নবাগত, তাই সবার সহযোগিতা চাই। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
অতিথিদের মধ্যে উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, “হাওর এলাকার মানুষ হিসেবে আমরা হিন্দু-মুসলিম একসাথে সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করি। নতুন এই সংগঠনকে স্বাগত জানাই। অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আসন্ন দুর্গাপূজা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হোক, এ কামনা করি।”
সভায় পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সফলতা ও আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।