নড়াইলে দুর্গোৎসব উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে নড়াইলে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) শহরের টাউন কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে এ সভা বসে।
সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।
পুলিশ সুপার তার বক্তব্যে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা পাশে রয়েছে এবং থাকবে।” তিনি পূজা উদযাপন শান্তিপূর্ণ করতে সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
তিনি পূজা মণ্ডপের নিরাপত্তা জোরদার করতে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, কলাপসিবল গেট ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার পরামর্শ দেন। একইসঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক থেকে দূরে থাকার বিষয়েও তিনি বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন।
কোনো ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত বিট পুলিশ কর্মকর্তা, থানার ওসি, ৯৯৯ অথবা পুলিশ সুপারের সাথে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
মতবিনিময় সভায় পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।