জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
১২ নাম্বার সার্কেল এর আয়োজনে আসন্ন জগন্নাথপুর পৌর সভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী প্রবাসী কমিউনিটি নেতা মাওলানা জয়নাল আবেদীন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার ১২নাম্বার সার্কেল (১,২নং ওয়ার্ড) অর্থাৎ ইশাকপুর, লুদুরপুর ও ইনাতনগর বাসীর আয়োজনে আসন্ন জগন্নাথপুর পৌর সভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী প্রবাসী কমিউনিটি নেতা মাওলানা জয়নাল আবেদীন এর সমর্থনে ১২ ই সেপ্টেম্বর রোজ শুক্রবার বাদ আছর স্থানীয় ভবের বাজারে
আলহাজ্ব মোঃ আবদাল মিয়ার সভাপতিত্বে ও মাওলানা মোঃ হাসমত উল্লাহ খান এর পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব মোঃ আলা মিয়া, বিশিষ্ট মুরব্বী আবুল হোসেন ইরা মিয়া, জগন্নাথপুর পৌর সভার সাবেক কমিশনার মোঃ আব্দুল খলিল, বিশিষ্ট মুরব্বী ডাঃ আছকির খান, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার আব্দুল তাহিদ, বিশিষ্ট মুরব্বী হাজী বশির উদ্দীন, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ এর প্রভাষক সুরঞ্জিত কুমার সেন, বিশিষ্ট ক্রীড়াবিদ শাহ মাহফুজুল করিম, রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আব্দুল হক, আব্দুল মতিন, জগন্নাথপুর পৌর সভার সাবেক কাউন্সিলর মোঃ জিতু মিয়া, সাবেক ছাত্রনেতা আজমল খান, সাবেক কৃতি ফুটবলার আব্দুল আলী, সমাজ সেবক লায়েক মিয়া, মাওলানা মোঃ আবু তাহের, বিশিষ্ট সালিসি ব্যক্তি সিদ্দিক আহমেদ, তরুণ সমাজ সেবক নাজিম উদ্দীন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ফুটবল খেলোয়াড় জিলু মিয়া, বিশিষ্ট সমাজ সেবক ফজর আলী ও প্রভাষক জাহিদ হাসান।
সভার শুরুতে মাওলানা মোঃ মতছির আলীর পবিত্র কোরান থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুল কাহার।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।