লালপুরে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪
নাটোরের লালপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের দিয়াড় শংকরপুর পদ্মার চরে এ ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহতরা হলেন, উপজেলার মোহরকয়া গ্রামের জাহের বিশ্বাসের ছেলে মো: গরিব বিশ্বাস (৪২), একই এলাকার তাহের বিশ্বাসের ছেলে খয়ের উদ্দিন (৬২), পটল বিশ্বাস (৪৫), বাকনাই গ্রামের আফতার সরদারের ছেলে আমানুল (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত গরিব বিশ্বাসের দাদার জমি নিয়ে তার আপন চাচাতো ভাইদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল, সেই বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে আজকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিজমা নিয়ে মারামারি চারজন আহত হয়েছে, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।