জনগণের আন্দোলনের চাপের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলির সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে তিনি পদত্যাগপত্র জমা দেন। বৈঠকটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বলুয়াটারে অনুষ্ঠিত হয়।
দলীয় এক সূত্র জানিয়েছে, সম্প্রতি বিক্ষোভে পুলিশের গুলিতে তরুণদের প্রাণহানির ঘটনার দায় স্বীকার করেই তিনি নৈতিক কারণে পদত্যাগ করেন। এর আগে নেপালি কংগ্রেসের নেতারা তার পদত্যাগ দাবি তুলেছিলেন। রমেশ লেখক গত বছরের ১৫ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জেন জি আন্দোলন’ নামে তরুণদের যে বিক্ষোভ চলছে, তাতে পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত ও কয়েক শত আহত হয়েছেন। ফেসবুক, ইউটিউবসহ ২৬টি প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন এখন রাজধানী কাঠমান্ডু ছাড়িয়ে দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে।
অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, জলকামান এবং রাবার বুলেট ব্যবহার করেছে। বিক্ষোভে অংশ নেয়া এক তরুণ জানান, আন্দোলনকে ভেতর থেকে কিছু গোষ্ঠী উসকে দিলেও তরুণ সমাজ ইতোমধ্যেই নৈতিক বিজয় অর্জন করেছে।