বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বিমানবন্দরে লিফলেট বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশ পুনর্গঠনের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে রাজধানীতে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে বিমানবন্দর এক নম্বর সেক্টর জামে মসজিদে নামাজ শেষে সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান এ কর্মসূচিতে অংশ নেন। তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে কাজ করছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ন্যায়ভিত্তিক ও উন্নত সমাজ গড়ে তুলতে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।