ছাতকে পুলিশের অভিযানে ভারতীয় চিংড়ি শুটকি ও ট্রাকসহ আটক ১
সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিংড়ি শুটকি জব্দ করেছে পুলিশ। এ সময় একটি ট্রাক ও চালককে আটক করা হয়।
পুলিশ জানায়, ৮ সেপ্টেম্বর (সোমবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই রাহিম মিয়া ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। এ সময় ২৮১২ কেজি ভারতীয় চিংড়ি শুটকি, যার বাজারমূল্য প্রায় ২৫ লাখ ৩০ হাজার টাকা, জব্দ করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় একটি টাটা কোম্পানির ট্রাক, যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।
অভিযানে আটক ব্যক্তির নাম মো. শামীম (২৭)। তিনি শেরপুর জেলার সদর থানার সাংকিভাঙ্গা গ্রামের বাসিন্দা এবং ট্রাকের চালক।
মোট ৪৫ লাখ ৩০ হাজার টাকার মালামালসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ছাতক থানায় চোরাচালান মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান। তিনি জানান, আটক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে