দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুভর্তি একটি মিনি ট্রাক ও দু’জনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৯ আগস্ট) রাত ২টার দিকে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হকের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শামছ উদ্দিন খান, এসআই (নি.) মিজানুর রহমান ফোর্সসহ নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সামনে চেকপোস্ট বসান। এ সময় একটি হলুদ রঙের পুরাতন মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-২৩-০৩৩৩১) ভর্তি সিলিকা বালুসহ ২জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঘিলাতলী গ্রামের মোঃ নুর ইসলামের ছেলে জসিম মিয়া (২৮) এবং মৃত হেলাল উদ্দিনের ছেলে মোঃ আল আমিন (২৬)।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, দীর্ঘদিন ধরে নরসিংপুর বাজারসংলগ্ন মরাচেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল তারা। এ কাজে তাদের সহযোগিতা করতো নরসিংপুর ইউনিয়নের সুনাইত্যা গ্রামের আব্দুল আলীর পুত্র মোঃ মামুন মিয়া (২৮), আরশ আলীর পুত্র জসিম উদ্দিন (৩৫) ও দ্বীনের টুক গ্রামের সাদ্দাম মিয়া (৩০)
পুলিশ জানিয়েছে, আটককৃতরা পরস্পর যোগসাজশে ইজারাবিহীন নদী থেকে বালু উত্তোলন করে পরিবেশ ও ভূ-প্রকৃতি ক্ষতিগ্রস্ত করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। ##