“সভাপতি শামীম ও সাধারণ সম্পাদক জসিম নির্বাচিত” সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে
সুনামগঞ্জের সাংবাদিকদের শীর্ষ সংগঠন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বি বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামস শামীম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জসীম উদ্দিন।
সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমদ তালুকদার, সহ-সভাপতি কামরুল হাসান চৌধুরী, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহরিয়ার সুমন, অর্থ সম্পাদক লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক মনোয়ার চৌধুরী,প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান রুমান, নির্বাহী সদস্য মাসুম হেলাল, শহীদ নুর আহমদ, আশিকুর রহমান পীর, আনিসুজ্জামান চৌধুরী ইমন নির্বাচিত হয়েছেন।
৩১ আগষ্ট সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এ কে কুদরত পাশা, নির্বাচন কমিশনার প্রভাষক ফজলুল করিম সাইদ, প্রিজাইডিং অফিসার ছিলেন এনামুল হক মোল্লা। পোলিং এজেন্ট ছিলেন সাংবাদিক শাহাবুদ্দিন আহমদ, হিমাদ্রি শেখর ভদ্র।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মোট ভোটার ছিল ৪৫ জন।