রাজিবপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ বসে।
বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে এলাহী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা, চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন বাবু, শিবেরডাংগী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাংবাদিক সোহেল রানা স্বপ্ন, ম্যানেজিং কমিটির সদস্য প্রবীণ শিক্ষক আব্দুস সালাম এবং অভিভাবক কল্পনা খাতুন প্রমুখ।