বীরগঞ্জে আওয়ামী লীগ নেতা জিয়া গ্রেপ্তার, সাবেক এমপি গোপাল গা-ঢাকা
২৮ আগস্ট বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ ও দিনাজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মঙ্গুলু শাহার ছেলে প্রভাষক জিয়াউর রহমান জিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের খানসামা রোডে অবস্থিত নিজ বাসভবন থেকে বীরগঞ্জ থানার তদন্ত ইন্সপেক্টর শিহাব উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দীর্ঘদিন ধরে সরকারি সম্পদ দখল ও দুর্নীতির অভিযোগে আলোচিত সাবেক এমপি মনোরঞ্জনশীল গোপালের বিভিন্ন কর্মকাণ্ডে তার সহযোগীদের সম্পৃক্ততা নিয়ে এলাকায় সমালোচনা রয়েছে। ইতিমধ্যে পলাতক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ খালেক সরকারসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
বীরগঞ্জ-কাহারোল উপজেলার নয়া দিগন্ত প্রতিনিধি ও জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি এসএম হাদীউজ্জামান হাদি জানান, গোপাল ও তার সহযোগীদের দমননীতি ও মিথ্যা মামলার কারণে তিনি ও বহু মানুষ দীর্ঘদিন ভোগান্তির শিকার হয়েছেন। একসময় কারাভোগও করতে হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ও তদন্ত ইন্সপেক্টর শিহাব উদ্দিন নিশ্চিত করেছেন—জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা এবং একাধিক রাজনৈতিক মামলা রয়েছে।