শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তামাবিল শুল্ক স্থলবন্দরে শ্রমিকদের উপর ছাত্রদল-যুবদলের হামলা, মামলা নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার নড়াইল নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার রাজিবপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পাঁচবিবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বীরগঞ্জে আওয়ামী লীগ নেতা জিয়া গ্রেপ্তার, সাবেক এমপি গোপাল গা-ঢাকা তৃণমূল কর্মীরাই বিএনপির প্রাণ : মোতাহার হোসেন তালুকদার লিফলেট বিতরণ কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত ধোবাউড়ায় ভারত থেকে অবৈধভাবে পাচার হয়ে আসা ১৬০০ পিস চকলেট আগুনে পুড়িয়ে ধ্বংস শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক

ধোবাউড়ায় ভারত থেকে অবৈধভাবে পাচার হয়ে আসা ১৬০০ পিস চকলেট আগুনে পুড়িয়ে ধ্বংস

আব্দুল মতিন মাসুদ ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৪ সময় দেখুন

ধোবাউড়ায় ভারত থেকে অবৈধভাবে পাচার হয়ে আসা ১৬০০ পিস চকলেট আগুনে পুড়িয়ে ধ্বংস

ময়মনসিংহের ধোবাউড়ায় ভারত থেকে অবৈধভাবে পাচার করে আনা ১৬০০ পিস চকলেট জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ উজ্জল হোসেন।

অভিযান শেষে ইউএনও জানান, দীর্ঘদিন ধরে ভারতীয় বিভিন্ন নকল ও নিম্নমানের পণ্য অবৈধভাবে সীমান্ত এলাকা হয়ে দেশে প্রবেশ করছে। এসব পণ্য স্থানীয় বাজারে বিক্রি হওয়ার ফলে একদিকে যেমন সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, জব্দকৃত এসব চকলেটের মান পরীক্ষার কোনো সনদ নেই এবং এগুলো মানবদেহের জন্য ক্ষতিকর হতে পারে। তাই জনস্বার্থে এগুলো তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এসময় ধোবাউড়া থানা পুলিশ, আনসার বাহিনীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের এই অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ পণ্য বাজারজাত বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD