শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক
শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক ব্যক্তিকে ২০৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নির্দেশনায় ২৭ আগস্ট ২০২৫ খ্রিঃ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এসআই মহিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় ৬নং আশিদ্রোন ইউনিয়নের সিন্দুরখাঁন রোডস্থ ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদ্রাসার সামনে খাসগাঁও লিংক রোড সংযোগস্থল থেকে মাদক ব্যবসায়ী আল আমিন ওরফে সুমন (৩৮), পিতা—লনী গাজী (পালিত পিতা ফুল মিয়া), সাং—শাপলাবাগ, থানা—শ্রীমঙ্গল, জেলা—মৌলভীবাজারকে আটক করা হয়।
অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয়—
২০৫ (দুই শত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ১,০২,৫০০ টাকা),
একটি কালো রঙের ইলেকট্রিক শর্ট মেশিন,
পরিহিত মোজার ভেতর থেকে নগদ ১৫,০০০ টাকা,
ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কালো সুজুকি GIXXER মোটরসাইকেল।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আল আমিনের বিরুদ্ধে ৮টি গ্রেফতারি পরোয়ানা এবং ডাকাতি, ছিনতাই, মাদক ও অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে আরও ৬টি মামলা রয়েছে। আটক আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।