কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বৃহস্পতিবার বিকেলে ১ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য, অশালীন স্লোগান ও ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ফুলবাড়িয়া সড়ক ও বাজার ঘুরে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা বসে।
সভায় সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি অধ্যাপক আবদুর রশীদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাজ্জাক সরকার। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মাহমুদ সরকার, সদস্য সচিব মহসিন উজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবেদুর রহমান খোকন, ২ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল কদ্দুস খান, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ফরহাদ হোসেন, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি জিয়ারত হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুজ্জামান শাহীন, ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিনসহ পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।