জগন্নাথপুরে মিশুক চালক “শায়েক” এর উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সাংগিয়ারগাঁও গ্রাম নিবাসী ব্যাটারী চালিত মিশুক গাড়ী চালক শায়েক মিয়ার(১৮) উপর অতর্কিত হামলার প্রতিবাদে ও হামলাকারী জাকওয়ান মিয়া (২০) ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে ১নং কলকলিয়া ইউনিয়ন অটোরিক্সা ও মিশুক সমিতির আয়োজনে ২৭ শে আগষ্ট রোজ বুধবার বিকাল ৪ ঘটিকার সময় স্থানীয় কলকলিয়া বাজারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, তরুণ সমাজ সেবক খোকন তালুকদার, ফারুক আহমেদ, ছুরুক মিয়া, কলকলিয়া ইউনিয়ন অটোরিক্সা ও মিশুক সমিতির ম্যানেজার জাহির আলী, মিশুক চালক আব্দুল কাদির ও এলাল হোসেন প্রমূখ।
পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাগলা -জগন্নাথপুর -আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর কলকলিয়া পয়েন্টে গিয়ে শেষ হয়।
এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শতাধিক অটোরিকশা ও মিশুক চালক সহ দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিগত ২৪ শে আগষ্ট রোজ রবিবার দিবাগত রাত প্রায় ৮ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সাংগিয়ারগাঁও গ্রাম নিবাসী মহন আলীর ছেলে মিশুক চালক শায়েক মিয়া(২৮) ও তার চাচাতো ভাই সাদিক মিয়া (২৮) কলকলিয়া বাজার থেকে কলকলিয়া -তেলিকোনা (চন্ডিঢহর) সড়ক দিয়ে অটোরিকশা চালিয়ে স্থানীয় সাংগিয়ারগাঁও, ঘিপুড়া,বলবল ও কলকলিয়া জামেমসজিদ এর পূর্ব পাশে পৌছা মাত্রই আগে থেকে ওতপেতে থাকা একই ইউনিয়ন এর খাশিলা গ্রামের এলাইছ মিয়ার ছেলে জাকওয়ান মিয়া ও তার লোকজন দেশীয় ধারালো অস্ত্র -শস্ত্রে সজ্জিত হয়ে শায়েক মিয়ার (১৮) গাড়ীর গতিরোধ করে এবং শায়েক মিয়া কিছু বুঝার আগেই দুষ্কৃতকারী জাকওয়ান মিয়া গংরা ধারালো অস্ত্র দিয়ে অটোরিকশা চালক শায়েক মিয়া(২৮) ও সাদিক মিয়া(২৮)কে এলোপাতাড়ি আঘাত ও মারপিটে করে রক্তাক্ত আহত করে। গুরুতর আহত অটোরিকশা চালক শায়েক মিয়া(১৮) সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপর আহত সাধিক মিয়া(২৮) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে ২৪ শে আগষ্ট রাতে শায়েক মিয়ার পিতা মহন আলী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।