সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈর কংক্রিট মিক্সার গাড়ির চাকায় পৃষ্ট হয়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু বেগম খালেদা জিযার রোগ মুক্তির কামনায় বিএনপির প্রার্থী আনিসুল হকের দোয়া ও আলোচনা সভা খালেদা জিয়ার সুস্থতা কামনায় কয়ছর এম আহমদ এর নির্দেশনায় জগন্নাথপুরে মিলাদ ও দোয়া মাহফিল কলকলিয়া ইউনিয়ন আনসার ভিডিপি ক্লাব সমিতির উদ্যোগে সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন উদ্দেশ্যমূলক অপপ্রচারের শিকার বাবুল মিয়া খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাসিরনগরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত ঢাকা–১৯ আসনে বিএনপি প্রার্থী ডা. সালাউদ্দিন বাবু ভাইয়ের সমর্থনে লিফলেট বিতরণে মাঠে ছাত্রদল নেতা মোশারফ হিমেল জীবননগরে সীমান্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত সিটি প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মাইদুল ইসলাম বহিষ্কার নাগরপুরে উপজেলা কিন্ডারগার্টেন এর বৃত্তি পরিক্ষা  ২০২৫ অনুষ্ঠিত 

জাফলংয়ে বিজিবির অভিযানে চারটি ভারতীয় অবৈধ অস্ত্র উদ্ধার

জৈন্তাপুর  (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা :
  • আপডেটের সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৭১ সময় দেখুন

জাফলংয়ে বিজিবির অভিযানে চারটি ভারতীয় অবৈধ অস্ত্র উদ্ধার

দেশের সীমান্ত রক্ষায় অবিচল ও সৎ দায়িত্ব পালন করে আবারও দৃষ্টান্ত স্থাপন করল বর্ডার গার্ড বাংলাদেশ। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সদস্যরা শনিবার রাতে জাফলং সীমান্তবর্তী এলাকায় পরিচালিত চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় চারটি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। যেগুলো .১৭৭ এয়ার গান।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে সিলেটের আখালিয়াস্থ ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ সাফল্যের বিস্তারিত তুলে ধরা হয়। সেখানে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ৪৮ বিজিবি দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান সফলভাবে পরিচালিত হয় এবং অবৈধ অস্ত্র উদ্ধার সম্ভব হয়।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত একটি পেশাদার বাহিনী। দেশের নিরাপত্তা ও জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। চোরাচালান, মাদক কিংবা অবৈধ অস্ত্র-কোনো কিছুই সীমান্তে প্রবেশ করতে দেওয়া হবে না। জনগণের সহযোগিতায় আমরা সব ধরনের অপরাধমূলক কার্যক্রম কঠোরভাবে দমন করব।

তিনি আরও বলেন, বিজিবির প্রতিটি সদস্য দেশ ও জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ। তাদের এই অটুট নিষ্ঠার কারণেই সীমান্ত আজ নিরাপদ এবং চোরাচালান প্রতিরোধে প্রতিদিন নতুন নতুন সাফল্যের ইতিহাস সৃষ্টি হচ্ছে।

সিলেটের জাফলং সীমান্ত বাংলাদেশের অন্যতম সংবেদনশীল এলাকা। এই সীমান্তপথে দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র অবৈধ পণ্য, অস্ত্র ও মাদক প্রবেশ করানোর চেষ্টা করে আসছে। তবে ৪৮ বিজিবির সজাগ টহল ও কৌশলী অভিযানের ফলে এসব অপরাধমূলক কার্যক্রম ব্যর্থ হচ্ছে। জাফলং শুধু পর্যটন কেন্দ্র নয়, বরং দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এখানে বিজিবির সক্রিয় উপস্থিতি সীমান্তের নিরাপত্তাকে আরও সুদৃঢ় করেছে।

স্থানীয়রা জানান, বিজিবির এ ধরনের উদ্যোগে সীমান্ত এলাকায় অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। সাধারণ মানুষ স্বস্তিতে আছেন এবং তারা মনে করেন, বিজিবির কঠোর অবস্থান না থাকলে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা সম্ভব হতো না।

সীমান্ত সুরক্ষায় এ অভিযান বিজিবির প্রতি জনআস্থাকে আরও সুদৃঢ় করেছে। স্থানীয়রা মনে করছেন, বিজিবির এ ধরনের পদক্ষেপ শুধু সীমান্ত নয়, পুরো দেশের জন্যই নিরাপত্তার বর্ম হিসেবে কাজ করছে।

৪৮ বিজিবির এই সাফল্য প্রমাণ করেছে, দেশের প্রতিটি ইঞ্চি সীমান্ত রক্ষায় তারা যেমন সতর্ক, তেমনি জনগণের নিরাপত্তায়ও আন্তরিক। এ কারণে বিজিবি শুধু একটি বাহিনী নয়, বরং জাতির গর্ব ও আস্থার প্রতীক হয়ে উঠেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD