গাজীপুরে তৃণমূল জনতা পরিষদ এর আত্মপ্রকাশ
শিক্ষা, শান্তি, উন্নয়ন ও আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে গাজীপুরে আত্মপ্রকাশ করেছে সামাজিক সংগঠন তৃণমূল জনতা পরিষদ। ২৩ শে আগষ্ঠ শনিবার দুপুরে গাজীপুর চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন হলিডে রেস্টুরেন্ট কনভেনশন হলে আনুষ্ঠানিকভাবে এ সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়। আত্মপ্রকাশ অনুষ্ঠানে তৃণমূল জনতা পরিষদের আহ্বায়ক হিসেবে মিজানুর রহমান, সদস্য সচিব মইন উদ্দিন উজ্জ্বল এবং প্রধান উপদেষ্টা হিসেবে মীর মোহাম্মদ সিরাজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া সহযোগী সংগঠন হিসেবে তৃণমূল জনতা ওলামা পরিষদ এর আহ্বায়ক করা হয় আবু হানিফ সিকদারকে, সদস্য সচিব মুফতি শাহাদাত হোসেন এবং উপদেষ্টা হিসেবে মনোনীত হন মাওলানা নেয়ামত উল্লাহ খান। আহ্বায়ক কমিটি ঘোষণা করার আগে সাংগঠনিক গঠনতন্ত্র নিয়ে গুরুত্বপুর্ন আলোচনা করেন
মুফতি রিদোয়ান আকন্দ জামালী, মাওলানা নেয়ামত উল্লাহ খান ফেনী, আবু হানিফ শিকদার, মুফতি শাহাদাত হোসেন, মাওলানা হাবিবুর রহমান, মীর সিরাজুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম আমিন, মুফতি আবু নাঈম কাসেমী এবং মুফতি মোতালেব হোসেন ফরাজী বক্তব্য রাখেন। নবগঠিত আহ্বায়ক মিজানুর রহমান বলেন,ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে আমরা এগিয়ে এসেছি। শিক্ষা ও শান্তিকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে। সংগঠনের সদস্যদের মাধ্যমে চিকিৎসা, আইনি সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করা হবে। দেশ ও রাষ্ট্রের উন্নয়নে আমরা সরকারকে সহায়তা করার প্রত্যয় নিয়ে তৃণমূল জনতা পরিষদের যাত্রা শুরু করেছি।