সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈর কংক্রিট মিক্সার গাড়ির চাকায় পৃষ্ট হয়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু বেগম খালেদা জিযার রোগ মুক্তির কামনায় বিএনপির প্রার্থী আনিসুল হকের দোয়া ও আলোচনা সভা খালেদা জিয়ার সুস্থতা কামনায় কয়ছর এম আহমদ এর নির্দেশনায় জগন্নাথপুরে মিলাদ ও দোয়া মাহফিল কলকলিয়া ইউনিয়ন আনসার ভিডিপি ক্লাব সমিতির উদ্যোগে সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন উদ্দেশ্যমূলক অপপ্রচারের শিকার বাবুল মিয়া খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাসিরনগরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত ঢাকা–১৯ আসনে বিএনপি প্রার্থী ডা. সালাউদ্দিন বাবু ভাইয়ের সমর্থনে লিফলেট বিতরণে মাঠে ছাত্রদল নেতা মোশারফ হিমেল জীবননগরে সীমান্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত সিটি প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মাইদুল ইসলাম বহিষ্কার নাগরপুরে উপজেলা কিন্ডারগার্টেন এর বৃত্তি পরিক্ষা  ২০২৫ অনুষ্ঠিত 

নবীগঞ্জে সাবেক মেয়র বিএনপি নেতা ছাবির চৌধুরীর দলীয় পদ স্থগিত “শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ”

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫১ সময় দেখুন

নবীগঞ্জে সাবেক মেয়র বিএনপি নেতা ছাবির চৌধুরীর দলীয় পদ স্থগিত “শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ”

নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি, বর্তমান কমিটির সদস্য সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরীর বিরুদ্ধে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যলাপের অভিযোগে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করেছেন কেন্দ্রীয় বিএনপি।

শুক্রবার (২২ আগষ্ট) দলীয় প্যাডে বিএনপি/সাধারণ/৭৭/১৪৪/২০২৫ইং স্মারকে দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিক পত্রে উক্ত সিদ্ধান্ত জানানো হয়েছে।

যার অনুলিপি দেয়া হয়েছে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী এবং হবিগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ম আহবাহক আলহাজ্ব জি কে গউছ। খবরটি নবীগঞ্জে পৌছলে নবীগঞ্জ পৌর বিএনপির ত্যাগী ও তৃর্ণমুল নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস দেখা দেয়।

শহরের বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণ করা হয়েছে। প্রথমেই সদ্য সাবেক উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ চৌধুরী এবং নব নির্বাচিত সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ’কে মিষ্টি মূখ করানো হয়। পরে বিভিন্ন পয়েন্টে শুরু হয় উল্লাস ও মিষ্টি বিতরণ। এক পর্যায়ে তৃর্ণমুল নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক পদক্ষিণ করা হয়েছে।

উল্লেখ্য, পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য ছাবির আহমদ চৌধুরীর বিরুদ্ধে দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, মব সৃষ্টির মাধ্যমে দলীয় শৃঙ্খলাভঙ্গসহ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক কর্মকান্ডে না থাকা’র অভিযোগ এনে তার বিরুদ্ধে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবরে মঙ্গলবার (১৮ আগষ্ট) একটি আবেদন করেন পৌর বিএনপির ৩ যুগ্ম আহ্বায়ক। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে অভিযোগপত্রটি গ্রহন করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অভিযোগকারীরা অভিযোগের সাথে তথ্য ও ডকুমেন্ট দাখিল করেন। অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে ছাবির আহমেদ চৌধুরীর বিরুদ্ধে শাস্তি মূলক উক্ত ব্যবস্থা গ্রহন করেছেন বলে দলীয় সুত্রে জানা গেছে।

উক্ত পত্রে বলা হয়েছে ছাবির আহমদ চৌধুরীর বিরুদ্ধে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যলাপের অভিযোগ রয়েছে। সুতরাং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD