শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম দিনাজপুর-০২ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পেলেন তাইয়েবুল ইসলাম নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ নড়াইলের কালিয়ায় ইট ভাটায় ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস’র নেতৃত্বে অভিযান ২ লাখ টাকা জরিমানা ইসলামী আন্দোলনের নেতা ইয়াবা সহ গ্রেফতার নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা

দলের ভিতরে অনুপ্রবেশকারী ঢুকেছে সতর্ক থাকতে হবে -লুৎফুজ্জামান বাবর

মোহনগঞ্জ (নেত্রকোণা) সংবাদদাতা :
  • আপডেটের সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৬৫ সময় দেখুন

দলের ভিতরে অনুপ্রবেশকারী ঢুকেছে সতর্ক থাকতে হবে
-লুৎফুজ্জামান বাবর

নেত্রকোণার মোহনগঞ্জে বৃহস্পতিবার রাতে মোহনগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হল রুমে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দলের ভিতরে অনেক অনুপ্রবেশকারী ঢুকেছে। তাদের থেকে সবাইকে সতর্কতা থাকতে হবে। মোহনগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি লুৎফুজ্জামান বাবর আরো বলেন, আগামী নির্বাচনকে বাধাগ্রস্থ করাসহ বিএনপির বিরুদ্ধে দেশে-বিদেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। পাশাপাশি দলের কেউ যদি কোনো চাঁদাবাজি, দখলবাজী বা সন্ত্রাসী কোনো কর্মকান্ডে লিপ্ত থাকে তবে দল থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুপ্রবেশকারী ঠেকাতে না পারলে পরবর্তীতে বিএনপিকেই এর মাশুল দিতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সমালোচনা করে লুৎফুজ্জামান বাবর আরও বলেন, আওয়ামী সরকার বিনা ভোটে দীর্ঘ ১৭ বছর দেশে ক্ষমতা দখল করে রেখে বেশি নির্যাতনের শিকার হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার পরিজন। আওয়ামী জালিম সরকারের নির্যাতনে তার এক ছেলে মৃত্যুবরণ করেছে। আরেক ছেলে তারেক রহমান যিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন পর্যন্ত লন্ডনে প্রবাসী জীবনযাপন করছেন। তিনি বলেন, তারেক রহমানকে এই বলে ধন্যবাদ দেব যে, দেশের প্রতিটি প্রান্তে, কোনায় কোনায়, গ্রাম-গঞ্জে দল ও দলের অঙ্গ সংগঠনকে এত বেশি সু-সংগঠিত ও সমৃদ্ধ করেছে, যা অতীতের যেকোন সময়ের থেকে বিএনপি এখন শক্তিশালী। অনুষ্ঠানে মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারন সম্পাদক গোলাম এরশাদুর রহমান, জেলা বিএনপি নেতা মাহবুবুন্নবী শেখ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সিরাজ উদ্দিন তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তালুকদার জীবন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD