রাণীশংকৈলে ভারতীয় সীমান্তে প্রবেশকালে ৪ বাংলাদেশি আটক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সীমান্ত এলাকা থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৩৭৪/১ এর বিপরীতে প্রায় ৩০০-৪০০ গজ ভেতরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন কয়েকজন গ্রামবাসী। ফেরার পথে ডাঙ্গীপাড়া সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় বিজিবির টহল দল তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন— হরিপুর উপজেলার মারাধার গ্রামের মৃত ইসমাইলের ছেলে ইলিয়াস আলী (৭২), মৃত ছইব আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৫৫), ওয়াজুল হকের ছেলে কামাল হোসেন (৩৫) এবং দেলোয়ার হোসেনের ছেলে বাদশা মিয়া (৩২)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ জানান, আটকরা সীমান্ত অতিক্রম করে কাঁটাতারের কাছাকাছি চলে গিয়েছিল। তারা সত্যিই ঘাস কাটতে গিয়েছিল নাকি অন্য কোনো উদ্দেশ্যে প্রবেশ করেছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। অনেক সময় এভাবে সীমান্ত অতিক্রম করে লোকজন মাদক পাচারের সঙ্গে জড়িত থাকে। আটক চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।