মানুষের আস্থার প্রতীক নান্দাইলের ইউএনও সারমিনা সাত্তার
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় যোগদানের পর থেকেই উন্নয়নমূলক কাজ ও মানবিক উদ্যোগে অনন্য ভূমিকা রেখে চলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার। তিনি ২০২৫ সালের ১২ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব নেওয়ার পর থেকেই উপজেলার সড়ক, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন জনকল্যাণমূলক অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি। সরকারি অফিসে আগত সাধারণ মানুষ দ্রুত ও সঠিক সময়ে সেবা পাচ্ছেন, আর ধনী-গরিব নির্বিশেষে সবাইকে সমানভাবে গুরুত্ব দিয়ে সহযোগিতা করার মধ্য দিয়ে অল্প সময়েই তিনি নান্দাইলবাসীর আস্থা অর্জন করেছেন।
শুধু উন্নয়নমূলক কর্মকাণ্ড নয়, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকেও তিনি সাড়া ফেলেছেন। দরিদ্র পরিবারগুলোকে ঢেউটিন, কম্বল, খাদ্য সহায়তা ও আর্থিক সহযোগিতা প্রদান করে তিনি জনবান্ধব প্রশাসকের পরিচয় দিয়েছেন।
স্থানীয়দের ভাষায়, সারমিনা সাত্তার একজন সৎ, নিষ্ঠাবান ও সেবামুখী কর্মকর্তা, যার মানবিক আচরণ তাঁকে সবার কাছেই গ্রহণযোগ্য করেছে।
নিজ দায়িত্ব ও লক্ষ্য সম্পর্কে ইউএনও সারমিনা সাত্তার বলেন—
“আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই। দেশ ও জাতির উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করি।”
নান্দাইলবাসীর বিশ্বাস, তার উদ্যোগ ও কর্মকাণ্ড উপজেলাটিকে উন্নয়ন ও মানবিকতার একটি দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করবে।