তারাকান্দায় পুকুর থেকে ১.৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাড়ির পাশের পুকুর থেকে আদিল হাসান মাহমুদ (১.৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে তার স্বজনরা। নিহত শিশুটি সদর উপজেলার বোররচর ইউনিয়নের কুষ্টিয়াপাড়া গ্রামের আল-আমিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি তার নানার বাড়িতে বেড়াতে গিয়ে বুধবার (২০ আগস্ট) দুপুরে নিখোঁজ হয়। শিশু আদিল তার পিতার সঙ্গে কাকনী ইউনিয়নের পানিহরি গ্রামে আকিকার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। আকিকা অনুষ্ঠানের পর মাংস বিতরণের ব্যস্ততায় শিশুটি হঠাৎ নিখোঁজ হয়। পরিবার দিনভর খোঁজাখুঁজি করার পরও তাকে পায়নি এবং রাতে থানায় নিখোঁজের জন্য জিডি করা হয়।
পরের দিন বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকালে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।
তারাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতান গণমাধ্যমকে জানান, শিশুর মৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
শুধু পরিবার নয়, পুরো এলাকা শোকাহত। স্থানীয়রা শিশু আদিলের অকাল মৃত্যুকে মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।