ভুরুঙ্গামারীতে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, দুই জন আটক
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের ঝুঁকিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে নারিকেল তলা মোড়ে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের ভুরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, সোমবার বিকেলে ভুরুঙ্গামারী উপজেলার বাদল চৌধুরীর মেয়ে জামাই রংপুরের বাসিন্দা মোঃ মোস্তাফিজুর রহমান (৩৫) ও শয়তান মোড়ের স্থায়ী বাসিন্দা খলিলুর রহমান (৫৫)স্থানীয় এক মহিলার কাছ থেকে চাকরির সুবাদে জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা করেন। এসময় তারা মহিলার কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ারও চেষ্টা চালান।
ঘটনার সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের আটক করে। পরে তাদের ভুরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।