রৌমারীতে রক্তক্ষয়ী সংঘর্ষে, নিহত ৪
কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধের জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ভুন্দুর চর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০-১৫ জন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন( ৪০), গোলাম শহিদের ছেলে
বলু মিয়া( ৫৫) ও ফুলবাবু( ৫০)।
এদিকে ছেলে ও ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে আনোয়ার হোসেন নামের আরেক জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার দুই পক্ষের ৫০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে একাধিক মামলাও রয়েছে। বৃহস্পতিবার শাহাজাহান মিয়ার লোকজন বিরোধপুর্ণ ওই জমিতে সেচ দিতে গেলে অপর পক্ষ রাজু মিয়ার লোকজন বাধা দেন। এতে উভয় পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন প্রাণ মারা যান। তারা সবাই শাহাজাহান মিয়ার অনুসারি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লুৎফর রহমান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। মৃত তিনজন ব্যক্তিকে মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
আতাউর রহমান
০১৭১৬৩৪৩০৯৩