বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ নড়াইলের কালিয়ায় ইট ভাটায় ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস’র নেতৃত্বে অভিযান ২ লাখ টাকা জরিমানা ইসলামী আন্দোলনের নেতা ইয়াবা সহ গ্রেফতার নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা নড়াইলের কালিয়ায় অবৈধ জাল জব্দ করে বিনষ্ট সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন জগন্নাথপুরে মদীনাতুল খাইরী আল- ইসলামীর উদ্যোগে হামদ-নাত, পুরুষ্কার বিতরনী ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থীর শারীরিক খোঁজখবর নিতে জামাতের প্রার্থী তারাকান্দায় কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা নিখোঁজ ছেলের সন্ধ্যানে উদগ্রীব পরিবার

অতিরিক্ত বৃষ্টির কারনে কাচা সবজিও মুরগির দাম বেশী মধ্যবিত্ত পরিবারের ভোগান্তি

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৩৫৫ সময় দেখুন
অতিরিক্ত বৃষ্টির কারনে কাচা সবজিও মুরগির দাম বেশী মধ্যবিত্ত পরিবারের ভোগান্তি
অতিরিক্ত বৃষ্টির কারনে কাচা সবজিও মুরগির দাম বেশী মধ্যবিত্ত পরিবারের ভোগান্তি

গাজীপুর কালিয়াকৈর উপজেলা চন্দ্রা বাজারে ও কালিয়াকৈরে কাচা সবজির দাম বেশী থাকায় সাধারন মানুষের নানা ভোগান্তি কারন কয়েক দিন টানা বৃষ্টিতে সরবরাহ কম থাকায় সবজি ও মুরগির দাম বেড়েছে। দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টির প্রভাবে বাজারে শাক-সবজি ও মুরগির সরবরাহ কমে যাওয়ায় এসব পণ্যের দাম বেড়েছে। সবজি প্রতি কেজিতে ১০-১৫ টাকা করে বৃদ্ধি পেয়েছে।

রবিবার (১৩ জুলাই) কালিয়াকৈর বাজার ও চন্দ্রা কাঁচাবাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

সরবরাহ কম থাকায় মুরগির দাম বেড়েছে
বিক্রেতারা মোঃ সিয়াম বলছেন, কয়েকদিন ধরে বৃষ্টি থাকায় সরবরাহ কমেছে। এতে করে সবজির দাম বেড়েছে। মুরগির দামেও একই অবস্থা। আগের তুলনায় ক্রেতাও কমেছে বলে জানান তারা।

সরেজমিনে দেখা গেছে, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ টাকা এবং সোনালি জাতের মুরগির প্রতি কেজি ৩০০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া লাল ডিম ডজন ১২৫, সাদা ডিম ১১৫ টাকা করে বিক্রি হচ্ছে।

দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টির প্রভাবে বাজারে শাক-সবজির দাম বেড়েছে
সবজি বাজারে গিয়ে দেখা যায়, টমেটো প্রতি কেজি ১২০, বেগুন প্রকারভেদে ৮০ থেকে ১৪০ টাকা, বরবটি প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, পেঁপের কেজি ৩০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৪০ থেকে ৬০ টাকা, ঝিঙের কেজি ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, করলা ৬০ টাকা, কাঁচামরিচের কেজি ৩২০ টাকা, কুমড়া ৪০, পটল ৫০, কচুর মুখি প্রতি কেজি ৬০ করে বিক্রি হতে দেখা গেছে।

এদিকে সবজি ও মুরগির দাম বাড়াতে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। তারা বলেন, কিছুদিন দাম কম থাকলে আবার কেন জানি দাম বেড়ে যায়। দাম বাড়লে তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবার চলতে কষ্ট হয়।

লাল ডিম ডজন ১২৫, সাদা ডিম ১১৫ টাকা করে বিক্রি হচ্ছে
তারা আরও বলেন, আগে যেসব সবজি ১০ থেকে ২০ টাকা কমে কিনেছি, এখন সেগুলোর দাম বেড়েছে। ব্রয়লার মুরগি আগে ছিল ১৫০-১৬০, এখন আবার ১৭০ টাকা হয়ে গেছে। এভাবে চলতে থাকলে আমরা কিভাবে চলবো আমরা মধ্যবিত্ত পরিবার কিভাবে পরিবার চালাবো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD