কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় পৃথক দুটি অভিযানে গাঁজা গাছ ও জুয়ার সরঞ্জামসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার
গভীর রাতে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে, রাত ২টার দিকে উপজেলার বালিয়ামারী মন্ডলপাড়া এলাকায় সুরজত আলীর ছেলে সরবত আলীর (৫২) বাড়িতে অভিযান চালিয়ে ৩৪টি গাঁজা গাছসহ (১৪কেজি ৬৬০ গ্রাম)তাকে আটক করা হয়।যার মূল্য ১লক্ষ ৪৬ হাজার ৬০০ টাকা।
অন্যদিকে, রাত ১২টার দিকে কোদালকাটি ইউনিয়নের পাখিউড়া এলাকায় সোহরাব হোসেনের পরিত্যক্ত বসতভিটায় জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন-সদর ইউনিয়নের জাউনিয়ার চর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩২) ও রৌমারী উপজেলার নওদাপাড়া গ্রামের নবাব আলীর ছেলে দসি মিয়া (৪৫)।
এ বিষয়ে রাজিবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে বালিয়ামারী মন্ডলপাড়া থেকে ৩৪টি গাঁজা গাছসহ একজন এবং কোদালকাটির পাখিউড়া এলাকা থেকে জুয়ার বোর্ডে থাকা অবস্থায় আরও দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
আতাউর।রহমান
০১৭১৬৩৪৩০৯৩