বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ নড়াইলের কালিয়ায় ইট ভাটায় ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস’র নেতৃত্বে অভিযান ২ লাখ টাকা জরিমানা ইসলামী আন্দোলনের নেতা ইয়াবা সহ গ্রেফতার নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা নড়াইলের কালিয়ায় অবৈধ জাল জব্দ করে বিনষ্ট সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন জগন্নাথপুরে মদীনাতুল খাইরী আল- ইসলামীর উদ্যোগে হামদ-নাত, পুরুষ্কার বিতরনী ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থীর শারীরিক খোঁজখবর নিতে জামাতের প্রার্থী তারাকান্দায় কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা নিখোঁজ ছেলের সন্ধ্যানে উদগ্রীব পরিবার

বরানগর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন।

সমরেশ রায় ও শম্পা দাস ,কলকাতা, পশ্চিমবঙ্গ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৯০ সময় দেখুন

২৬ শে মে সোমবার, ঠিক সকাল দশটায়, বরানগর রবীন্দ্রভবনে, বরানগর তৃণমূল মাত্র পরিষদের উদ্যোগে, বরানগর এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দিলেন।

 

এই সম্বর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন, বরানগরের বিধায়িকা শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জী ,ছিলেন বরানগর পৌরসভার পৌর মাতা অপর্ণা মৌলিক, পৌর প্রধান দিলীপ নারায়ণ বসু, এছাড়া উপস্থিত ছিলেন বরানগর পৌরসভার, রামকৃষ্ণ পাল ,অঞ্জন পাল, অমর পাল, জয়ন্ত রায়, আরিফ হোসেন, নিলু গুপ্তা, তিতলি পাত্র, ডালিয়া মুখার্জী, সঞ্চিতা দে, উষা বেড়া, ,পুষ্প রায় ,শম্পা চন্দ ছাড়াও অন্যান্যরা এবং যাহাদের পরিচালনায় এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন, তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট রোহিত সাউ, তৃণমূল ছাত্র পরিষদের শান্তনু মজুমদার, সুজিত ঘোষ ও সায়ন মিত্র।

 

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়, এবং প্রত্যেক অতিথিকে উত্তরীয় ও ব্যাচ পরিয়ে, হাতে স্মারকদের সম্মানিত করেন।

 

আজকের অনুষ্ঠানে যে সকল স্কুলের ছাত্র-ছাত্রী বরানগরের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৭০% থেকে ৭৫% মাক্স নিয়ে উত্তীর্ণ হয়েছেন তাদের হাতে সম্বর্ধনা তুলে দিলেন। প্রায় এক হাজারের বেশি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দিলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে এই আয়োজন করা হয়।

 

যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই সকল স্কুল গুলি মধ্যে, বরানগর রামকৃষ্ণ বিদ্যাপীঠ, অ্যাডামাস, সেন্ট্রাল মডার্ণ স্কুল, শিক্ষা সদন, রামকৃষ্ণ মিশন, আলমবাজার ইন্দু স্কুল, নয়ন তারা স্কুল, সিটি গোয়েঙ্কা,খালসা, হোলি চাইল্ড ইনস্টিটিউট সহ অন্যান্য স্কুল।

 

অনুষ্ঠান মঞ্চে সংক্ষিপ্ত বক্তৃতা দিতে গিয়ে, প্রথমে সকল কৃতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের কৃতজ্ঞতা জানালেন, বরানগরের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করার জন্য, কৃতজ্ঞতা জানালেন ছাত্র ছাত্রীদের সাথে তাহাদের অভিভাবকদের, তারা বলেন ছাত্র-ছাত্রীরা যেমন পরীক্ষা দিয়ে ও ফল করেছে , তেমনি সেই সকল বাড়ীর অভিভাবকরাও একেকটি ছাত্র ছাত্রী, ওরাও একইভাবে ছেলেমেয়েদের সাথে লড়াই করে গিয়েছেন, কৃতজ্ঞতা জানাবো তৃণমূল ছাত্র পরিষদের সকল উদ্যোক্তা ও পরিচালকদের, যাহাজের প্রচেষ্টায় এবং উদ্যোগে এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন, এবং প্রীতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা, আজ ২৬ শে মে সোমবার, একদিকে‌ সারাদেশে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মদিন পালিত হচ্ছে, সেই দিনটিকেই সামনে রেখে এই সুন্দর অনুষ্ঠান, ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আরো মন দিয়ে পড়াশুনা করো, আরো ভালো রেজাল্ট করো, এবং নিজেদেরকে প্রতিষ্ঠা করো, পরিবারের মা বাবার মুখ উজ্জ্বল করো। একদিন নিশ্চয়ই ফল পাবে, তোমাদের জন্য আমাদের তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD