দিনাজপুর-০২ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পেলেন তাইয়েবুল ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ধানের শীষ’ প্রতীকের প্রার্থীদের পক্ষে প্রচারণার লক্ষ্যে গঠিত আসনভিত্তিক সমন্বয় কমিটিতে দিনাজপুর-২ বিরল বোচাগঞ্জ আসনে সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয়তবাদী-ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তাইয়েবুল ইসলাম।
১৬ জানুয়ারি শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আসনভিত্তিক সমন্বয় কমিটির তালিকা প্রকাশ করে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদসহ সকল ইউনিটের নেতাকর্মীদের নিজ সংসদীয় আসনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীদের পক্ষে প্রচারণার জন্য আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠন করা হলো। এই কমিটি ইউনিটের নেতৃবৃন্দের সাথে যথাযথ সমন্বয়ের মাধ্যমে নিজ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন।
তাইয়েবুল ইসলাম সমন্বয়কের দায়িত্ব পাওয়ায় দিনাজপুর-২ আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক সহ দিনাজপুর জেলা, বিরল ও বোচাগঞ্জ উপজেলার ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে৷