বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। বীরগঞ্জ উপজেলার ৯ নং সাতোর ইউনিয়নের জিন্দাপীর মেলার পাশে সংঘটিত মোঃ দানিউল ইসলামকে গলা কে*টে হ*ত্যা মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে।
র্যাবের বিশেষ অভিযানে এই মামলার ০১ আসামিকে খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, এ হ*ত্যা কাণ্ডে মোট ৪ জন আসামি জড়িত, যাদের সবাই দিনাজপুর সদর এলাকার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হ*ত্যা কাণ্ডের পেছনের কারণ ও অন্যান্য পলাতক আসামিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
এই নৃশংস হ*ত্যা কাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।