শ্রীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত
মাগুরার শ্রীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আবু বকর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মৌটুসী, উপজেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা আক্তারুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ অমিত কুমার বিশ্বাস।
ইপিআই টেকনোলজিস্ট তুষার কান্তি ঢালীর সঞ্চালনায় সভায় বক্তারা টাইফয়েড রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও টিকাদানের গুরুত্ব তুলে ধরেন। একই সাথে সুষ্ঠু ও কার্যকর ক্যাম্পেইন পরিচালনার জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সমন্বয়ের আহবান জানানো হয়। সভায় জানানো হয় সেপ্টেম্বর মাস থেকে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়/সমমান পর্যায়ের, মাধ্যমিক বিদ্যালয়/সমমান পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও ১৯২ টি ইপিআই সেন্টারে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে
মোঃ সাকিব খান
মাগুরা জেলা প্রতিনিধি