নাগরপুরে ফ্যাসিস্ট সরকারের পতনের বর্ষপূর্তিতে বিভিন্ন রাজনৈতিক দলের বিজয় র্যালি
ফ্যাসিস্ট সরকারের পতনের এক বছর পূর্তিতে টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের উদ্যোগে এক বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট (মঙ্গলবার) সকালে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে বিএনপি, খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে নাগরপুর সরকারি কলেজ মাঠে সমবেত হন।
র্যালিতে উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী রবিউল আউয়াল লাভলু কয়েক হাজার কর্মী-সমর্থক নিয়ে অংশগ্রহণ করেন। এছাড়াও, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, ধানের শীষ ও দলীয় পতাকা নিয়ে পৃথক মিছিল সহকারে কলেজ মাঠে উপস্থিত হন।
ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিশের নেতাকর্মীরাও পৃথকভাবে মিছিল বের করে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। অন্যদিকে, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় প্রতীক ও রঙিন ফেস্টুন নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মাঠে মিলিত হন।
পরে কলেজ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি। সভায় টাঙ্গাইল-৬ আসনের বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।