শ্রীপুরে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের হেল্প ডেস্ক চালু
মাগুরার শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক সেবা চালু করেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (০৯ আগস্ট) কেন্দ্র ঘুরে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা পানি, কলম, স্যালাইনসহ বিভিন্ন সামগ্রী নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করছেন। এছাড়াও তারা প্রিন্সিপালের রুম দেখিয়ে দেওয়া এবং প্রয়োজনীয় তথ্য প্রদানে সাহায্য করছেন।
ভর্তি হতে আসা নতুন শিক্ষার্থী ও অভিভাবকেরা ছাত্রদলের এমন কার্যক্রমে উচ্ছ্বাস প্রকাশ করে এ আয়োজনকে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন— মাগুরা জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খান, শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান, সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা, লিমন খাঁন, খন্দকার তালহা উদ্দিন সান, লিমন, মোঃ তাহসিন ইসলাম, সানজিদ, মোঃ রাফিউল ইসলাম, মৃদুল, তিতাসসহ অন্যান্য নেতাকর্মীরা।
তারা শিক্ষার্থীদের স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেও সহায়তা করেন।
এ সময় নতুন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সরকারি কলেজ ছাত্রদল নেতা খন্দকার তালহা উদ্দিন সান।
ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান মাগুরা জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খান।
কলেজ শাখা ছাত্রদল নেতা লিমন খাঁন জানান, নতুন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা যেন কোনো ধরণের ভোগান্তি ও হয়রানির শিকার না হয় এবং খুব সহজেই যেন তারা ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারে এটিই শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের মূল উদ্দেশ্য।
কলেজ শাখা কমিটির যুগ্ন আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান বলেন, নুতন শিক্ষার্থী ও অভিভাবকরা যাতে কোনো সমস্যায় না পড়ে, তার ব্যবস্থা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।”
কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ মেহেদী হাসান অন্তর বলেন, “সাধারণ ছাত্র-ছাত্রীদের মন জয় করে আমরা শ্রীপুর সরকারি কলেজে একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলব, যাতে শিক্ষার পরিবেশ আরও সুন্দর হয়।”
স্বেচ্ছায় ও বিনামূল্যে নবাগত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে সহযোগিতার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা।
মোঃ সাকিব খান
মাগুরা জেলা প্রতিনিধি
০১৭৫১০৫৩০৮১