সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও পৌরসভার ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কালারুকা ইউনিয়নের হাসনাবাদ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বাকি বিল্লাহ’র সভাপতিত্বে এবং সদস্য সচিব আবিদুর রহমান আবিদের সঞ্চালনায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. বাহা উদ্দিন শাহী, মনসুর আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুক আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য এড. আতিকুর রহমান, আতাউর রহমান চৌধুরী শাহীন, মাসুম বিল্লাহ, সাদিকুর রহমান চৌধুরী, আতাহার চৌধুরী হাসান, মো. শামিম আহমদ, এ জে মনন, ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন এবং সদস্য সচিব শংকর কুমার দাস।
এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আমিরুল ইসলাম মাহি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল খান বিপন, হেলাল আহমদ, হিফজুর রহমান মামুন, রাহেল আহমেদসহ স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লিকসন আহমেদ, সুলেমান মিয়া, খলিলুর রহমান, মাহমুদ আলীসহ ছাতক উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল, পৌরসভার ৬ নং ওয়ার্ড এবং কালারুকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী।