নড়াইলের কালিয়া উপজেলায় সেপটিক ট্যাংক থেকে জুনায়েদ সর্দার (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুনায়েদ কালিয়ার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামের আলমগীর সর্দারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মা–এর সঙ্গে খালাবাড়িতে বেড়াতে যায় জুনায়েদ। দুপুরে তার মা বাজারে গেলে সে নানার সঙ্গে বাড়িতে ছিল। খেলতে খেলতে ফড়িং ধরতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনে সেপটিক ট্যাংকের ভাঙা ঢাকনার পাশে জুনায়েদের জুতা পাওয়া যায়। পরে স্থানীয়রা ট্যাংকের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।