সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম দিনাজপুর-০২ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পেলেন তাইয়েবুল ইসলাম নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী

ছাতকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি অভিযোগ

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৭৯ সময় দেখুন

ছাতকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি অভিযোগ

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াগাঁও সেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মোঃ হেলাল উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্তানীয়রা। বিদ্যালয় মেরামত, ওয়াশ ব্লকে টাইলস করার কাজ, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান সহ বিভিন্ন কাজে কৌশলে অনিয়ম-দূর্নীতি করে যাচ্ছেন বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন এমন অভিযোগ রয়েছে।

বেশ কয়জন শিক্ষার্থীদের অভিভাবক জানান উপবৃত্তির জন্য কয়েক বার তাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র মোবাইল নাম্বার নিয়েছেন কিন্তু শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছেন না, কি কারনে তারা উপবৃত্তি থেকে বঞ্চিত জানতে চাইলে সন্তোষমূলক কোনো জবাবও দিচ্ছেন না তিনি।

ছাত্রজনতার গনঅভ্যুত্থানে সরকার পতনের পর বিদ্যালয়ের ওয়াশ ব্লকের টাইলস লাগানোর কাজ শুরু করা হলেও এখন পর্যন্ত কাজ সমাপ্ত করা হয় নি। চলমান কাজে হয়েছে ব্যাপক অনিয়ম, এতে বিদ্যালয়ে পড়ে থাকা সরকারি মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যালয়ে রংগের কাজে হচ্ছে বিলম্ব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ও এ নিয়ে লেখালেখি হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্থানীয়ভাবে আনিত সকল অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক মোঃ হেলাল উদ্দিন জানান,টাইলস লাগানোর কাজ শেষ,রংগের কাজ চলমান রয়েছে,আমার বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমার বিরুদ্ধে অপপ্রচারের বিষয়টি বিদ্যালয়ের এডহক কমিটির পরামর্শ ক্রমে আমি পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবো।

এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের সাবেক সভাপতি আজিজ উদ্দিন বলেন এসব কাজ এসেছে আমার মেয়াদ কলীন সময়ে। বর্তমানে আমার বিদ্যালয়ে তেমন যোগাযোগ নেই। আমি একটি প্রতিষ্ঠানে চাকুরী করি বিধায় এসবের খোজখবর রাখতে পারছিনা।

বর্তমান এডহক কমিটির সদস্য আলা উদ্দিন বলেন আমি জানি বিদ্যালয়ের কাজ তো চলমান রয়েছে, প্রধান শিক্ষক বলেছেন কে বা কারা অপপ্রচার করতেছে। বিষয়টি দেখা হবে।

ছাতক উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অনুকূল চন্দ্র দাস বলেন শিক্ষকের বিরুদ্ধে এখন লিখিত কোনো অভিযোগ পাই নি, তবে শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে এমন অভিযোগ পেয়েছি, বিদ্যালয় উন্নয়নের কাজ চলমান রয়েছে এখানে দুর্নীতি করার কোনো সুযোগ নাই। ##

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD