তারাকান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি
ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালির আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছায়াদুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমির হাসান স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল ও সদস্য সচিব মহিবুল হক টুটুল।
এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কবির আহামেদ, আরিফুল ইসলাম জুয়েল, শামীম আহমেদ, জাহাঙ্গীর আলম মন্ডল, মোফাজ্জল হোসেন, দুলাল মেম্বার, মোখদুল্লাহ সুমন, ফরিদ আহমেদ, মোস্তফা কবির, হারুন আর রশিদসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি মোতাহার হোসেন তালুকদার।