ছাতকের নোয়ারাই, ইসলামপুর, কালারুকা ও ছাতক সদর ইউনিয়ন বিএনপির এক যৌথ কর্মী সভা মঙ্গলবার ১ জুলাই বিকেলে অনুষ্ঠিত হয়েছে। শহরের মড়ল কমিউনিটি সেন্টারে বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছে আহমদের পরিচালনা অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শাহ শফিকুল আলম মতি, যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, দিদার আলম মেম্বার, এড. আব্দুল কাহার
বক্তব্য রাখেন, নোয়ারাই ইউনিয়ন থেকে সাবেক মেম্বার ইমতিয়াজ আলী, নুর মিয়া মেম্বার, মোস্তাহাব আলী, আব্দুল লতিফ, আব্দুস সালাম মাষ্টার, আব্দুল করিম চন্দন, কুতুব উদ্দিন, বিল্লাল মিয়া গোলাম মোস্তফা, কালারুকা ইউনিয়ন থেকে হাজী কদরুল ইসলাম, লুৎফুর রহমান মানিক মেম্বার, হাজী শরীফ হোসেন, মকবুল হোসেন,শাহ জাহান চৌধুরী আব্দুল্লাহ, আব্দুল করিম, ইব্রাহিম আলী রাসেল, রবিউল হাসান, ইসলামপুর ইউনিয়ন থেকে হাজী আশিদ আলী, বাবুল মিয়া মেম্বার-১, বাবুল মিয়া মেম্বার-২, টেইলার বশারত আলী, হেলাল আহমদ, আব্দুস সাত্তার, দেলোয়ার হোসেন, কবির আহমদ, রফিক মিয়া, আব্দুল কাদির, ছাতক সদর ইউনিয়ন থেকে জাহেদুল ইসলাম আহবাব, কুতুব উদ্দিন, সাবেক মেম্বার খয়রুল ইসলাম, আবু সুফিয়ান, খছরু আহমদ মেম্বার, মোহাম্মদ আলী, সাবেক মেম্বার আজর আলী, আব্দুল গনি, ছইদ আলী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, বিএনপির শক্তিশালী ভীত হচ্ছে ওয়ার্ড কমিটি গুলো। অতি স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য এবং ত্যাগীদেরকে নিয়ে ওয়ার্ড বিএনপির সব কমিটি গঠন করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের কোন সুবিধাভোগী
যাতে এ সব কমিটিতে স্থান না পায় সেদিকে সবাইকে নজর রাখতে হবে।