নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাঘী গ্রামের বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক (৩৮) আর নেই। শনিবার (১৭ জানুয়ারি) আকস্মিকভাবে সৌদি আরবে ষ্ট্রোক করে মৃত্যুবরণ করেন তিনি(দিব্যান লোকান সগচ্ছতু)।
হিন্দু অধ্যুষিত বাঘী গ্রামে জন্ম নেওয়া শ্যামল মল্লিক বহুমাত্রিক অসাম্প্রদায়িক ভাবধারার জন্য এলাকায় ব্যাপক পরিচিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের প্রান্তিক এলাকায় মুসলিম সম্প্রদায়ের নতুন বসতি গড়ে ওঠার পর থেকেই সেখানে তার অবাধ চলাফেরা ছিল। সে এলাকার রুবেল মিয়ার সঙ্গে তার গভীর সম্পর্ক ছিলো, যাকে অনুসরণ করে সম্প্রতি সৌদি আরবেও পাড়ি জমান শ্যামল।
রাজনীতিতে নিবেদিতপ্রাণ শ্যামল মল্লিক দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।তিনি ভলাকুট ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।চরম প্রতিকূল সময়ে দলীয় পরিচয় ধরে রাখার জন্য এলাকাবাসীর কাছে তিনি প্রশংসিত হন। দলীয় পর্যায়ে তিনি একরামুজ্জামান সুখন , কামরুজ্জামান মামুন ও কে এম বশীর উদ্দিন তুহিন,এনামুল হুদা সুমন সহ বিএনপির বেশ কয়েকজন নেতার ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
মৃত্যুর মাত্র কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নানকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন তিনি। তার এই সিদ্ধান্তকে শ্যামলের জীবনের ‘শেষ রাজনৈতিক ঘোষণা’ হিসেবে আখ্যা দিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, দলীয় আদর্শে গভীরভাবে বিশ্বাসী ও নিঃস্বার্থ কর্মী হিসেবে শ্যামল মল্লিকের অনুপস্থিতি দীর্ঘদিন অনুভূত হবে।
শ্যামল মল্লিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি নেতৃবৃন্দ ও সমর্থকদের পক্ষ থেকে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।