বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর রুহের মাগফিরাত কামনা করে বিরল প্রেস ক্লাবের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে দোয়া মাহফিলে প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান (যুগান্তর), সহসভাপতি মোয়াজ্জেম হোসেন (দৈনিক উত্তরা), সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (ভোরের দর্পণ) সহসাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম (জবাবদিহি), দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জহির (আলোকিত দিনাজপুর), সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু (খোলাকাগজ), সদস্য লুৎফর রহমান (দৈনিক ঘোষণা), মুরসালিন হোসেন (মাতৃছায়া), আবুল কালাম আজাদ (ভোরের চেতনা), সেলিম রেজা (জনতার খবর), এ বি মাসুম (আমার সংবাদ) উপস্থিত ছিলেন। মুনাজাত পরিচালনা করেন প্রেস ক্লাবের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন।।