ভূরুঙ্গামারী সীমান্তে ভারত থেকে দালালের মাধ্যমে ১১ অনুপ্রবেশকারী আটক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে ২২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সোনাহাট বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১০১১ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের ভেতরে আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা প্রায় এক বছর আগে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতের আসাম রাজ্যে কাজের সন্ধানে গিয়েছিলেন। পরে দেশে ফেরার পথে তারা দালালদের মাধ্যমে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে বিজিবির হাতে ধরা পড়েন। আটকরা সবাই কক্সবাজার সদর উপজেলার কাকতলী গ্রামের বাসিন্দা।
আটককৃতদের মধ্যে রয়েছে—
মৃত আলতাফ হোসেনের ছেলে মো. ইমাম হোসেন (৪৮), আব্দুল মালেকের ছেলে শফিউল্লাহ (১৮), মোহাম্মদ আলমের ছেলে নবী হোসেন (১৫), রবিউলের ছেলে রবিউল আলম (২০), ইসমাইলের ছেলে আজিজ (১৫), মোহাম্মদ আবুর ছেলে মোহাম্মদ (৭), আমেনা বেগম (২৮), রিফা (৯), শাফা (৬), রেজিয়া (২১) ও নূর শাহিদা (২)।
বিজিবির ভাষ্যমতে, আটককৃতদের মধ্যে এক পরিবারের ৬ জন সদস্য রয়েছেন। তারা সবাই রাতের আঁধারে দালালদের সহযোগিতায় কাঁটাতার পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন,
“বিজিবি আটককৃত ১১ জনকে থানায় হস্তান্তর করেছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের কুতুপালং ক্যাম্পে প্রেরণ করা হবে।”