রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ভূয়া ওয়ারিশ সনদ তৈরি করে ১ কোটি টাকার ক্ষতিপূরণ আত্মসাতের অভিযোগ ময়মনসিংহে মোবাইল চুরির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উন্মোচন, তিনজন গ্রেফতার শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ড ধোবাউড়ায় মুন্সিরহাট বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন সাবেক এমপি আফজাল এইচ খান। বিকেএ মেধাবৃত্তি পেয়েছে জগন্নাথপুরের ইংলিশ মিডিয়াম স্কুল এ সাদেক ইন্টাঃ একাডেমির তিন শির্ক্ষার্থী হাওরাঞ্চলে শিক্ষার মান উন্নয়ন করা হবে- কৃষক দলের কেন্দ্রীয় নেতা- আনিসুল হক লালপুরে বউ ও মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা কালিয়াকৈরে হাজী বাড়ী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ধর্মপাশায় মাহবুবুর রহমানের পক্ষে উঠান বৈঠক খুলনার বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসে প্রতারক চক্রের অভিনব কায়দায় চাঁদা দাবি

ভূরুঙ্গামারী সীমান্তে ভারত থেকে দালালের মাধ্যমে ১১ অনুপ্রবেশকারী আটক

মোঃ রাহিমুল ইসলাম হৃদয়
  • আপডেটের সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৫২ সময় দেখুন

ভূরুঙ্গামারী সীমান্তে ভারত থেকে দালালের মাধ্যমে ১১ অনুপ্রবেশকারী আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে ২২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সোনাহাট বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১০১১ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের ভেতরে আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা প্রায় এক বছর আগে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতের আসাম রাজ্যে কাজের সন্ধানে গিয়েছিলেন। পরে দেশে ফেরার পথে তারা দালালদের মাধ্যমে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে বিজিবির হাতে ধরা পড়েন। আটকরা সবাই কক্সবাজার সদর উপজেলার কাকতলী গ্রামের বাসিন্দা।

আটককৃতদের মধ্যে রয়েছে—
মৃত আলতাফ হোসেনের ছেলে মো. ইমাম হোসেন (৪৮), আব্দুল মালেকের ছেলে শফিউল্লাহ (১৮), মোহাম্মদ আলমের ছেলে নবী হোসেন (১৫), রবিউলের ছেলে রবিউল আলম (২০), ইসমাইলের ছেলে আজিজ (১৫), মোহাম্মদ আবুর ছেলে মোহাম্মদ (৭), আমেনা বেগম (২৮), রিফা (৯), শাফা (৬), রেজিয়া (২১) ও নূর শাহিদা (২)।

বিজিবির ভাষ্যমতে, আটককৃতদের মধ্যে এক পরিবারের ৬ জন সদস্য রয়েছেন। তারা সবাই রাতের আঁধারে দালালদের সহযোগিতায় কাঁটাতার পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন,
“বিজিবি আটককৃত ১১ জনকে থানায় হস্তান্তর করেছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের কুতুপালং ক্যাম্পে প্রেরণ করা হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD