ছাতকে দুই দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
সুনামগঞ্জ জেলার ছাতকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগবাড়ি গ্রামের ইন্তেজামিয়া কমিটি ও ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দুই দিনব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার (৭ সেপ্টেম্বর) বাদ আছর থেকে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাদ আছর থেকে শুরু হয়ে ভোর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়’র আরবী বিভাগের সহকারী অধ্যাপক, হাইকোর্ট মাজার জামে মসজিদের খতিব ড. আহমদ হাসান চৌধুরী সাহান ফুলতলী। বিশেষ অতিথির বয়ান পেশ করেন সিলেট জালালপুর(এম এ) কামিল মাদ্রাসা’র অধ্যক্ষ আল্লামা আব্দুল মুনাঈম মঞ্জলালী।
এছাড়া প্রধান আকর্ষণ হিসেবে বয়ান করেন মৌলভী নাসির উদ্দীন(রাঃ) খারগাঁও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, খলীফায়ে রামপুরী শাহ সুফি হাফিজ কারী গিয়াস উদ্দিন। প্রধান বক্তার বয়ান করেন চাঁদপর থেকে আগত মুফতি আহসান উল্লাহ নেছারী। বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মুফতি নাজমুল হোসাইন এসময় গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।
দ্বিতীয় দিনের ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন বাগবাড়ী গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজি আব্দুল জলিল আজাদ। এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সোনাহর আলী, মুরুব্বি নজির মিয়া, আবু সাইদ চৌধরী বাবুল, ফারুক মিয়াসহ প্রমুখ।
মাহফিল পরিচালনা করেন ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার মেহেদী হাসান সোনা মিয়া, মানিক মিয়া লিটু, ফয়জুল আহমেদ পাভেল ও মো. রাফী।
শুরুতে সুললিত কণ্ঠে কেরাত ও নাতে রাসুল পরিবেশন করেন, হাফিজ মিরছাব আহমেদ ও নাজমুল ইসলাম, ফাহিম আহমেদ । রাত অবধি চলা এ ওয়াজ মাহফিলে বিপুলসংখ্যক মুসল্লি নিরবতার সাথে অংশগ্রহণ করেন ও বয়ান শ্রবণ করেন ও তোবারক বিতরণ করা হয়।