গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অটো চার্জার গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বদরুল (৩৪) নামে এক অটো চালাকের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ভিটাবাড়ি গ্রামে এই দূর্ঘটনা ঘটে। মৃত মো. বদরুল ওই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, মৃত বদরুল নিজ বাসায় প্রতিদিনের ন্যায় অটো চার্জার গাড়ি চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। গভীর রাত থেকে সকাল ৫টা পর্যন্ত যে কোন সময় ঘুম থেকে উঠে সে অটো চার্জার ঘড়ে অটো দেখতে গিয়ে অটো চার্জার গাড়ির সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেন। সকালে পরিবার লোকজনের তাকে দেখে চিৎকার করিলে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে। খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারে নিকট লাশ হস্তান্তর করেন। তবে এবিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।