ছাতকে ঈদে মিলাদুন নবী (সঃ) উপলক্ষে সুন্নি মুসলমানদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
বাংলাদেশ আল ইসলাহ, তালামিযে ইসলামিয়া ও ইয়াকুব হিফজুল কোরআন বোর্ড’র আয়োজনে রবিবার বিকেলে ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।র্যালিটি ছাতক পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এসে সমাপ্তি হয়। র্যালি শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা’র অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ’র সভাপতিত্বে ও কালারুকা দাখিল মাদ্রাসা’র প্রিন্সিপাল মাওলানা মাহবুবুর রহমান’র পরিচালনায় উপস্থিত ছিলেন ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা’র ভাইস প্রিন্সিপাল, মাওলানা আব্দুস সালাম, ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা আরবি প্রভাষক মাওলানা আলী আসগর খান, ছাতক উপজেলা আল ইসলাহ্ সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ লতিফী, আল ইসলাহ্ ছাতক পৌর শাখা’র সভাপতি মাওলানা বিলাল আহমেদ, সাধারণ সম্পাদক হাফিজ ইসলাম উদ্দিন, শাহ্ সুফী আলিম মাদ্রাসা’র অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, গাবুর গাও মাদ্রাসার সুপার মাওলানা কামরুজ্জামান, সহ-সুপার মাওলানা আবু জাফর মোঃ ছয়ফুল আলম, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড’র উপদেষ্টা হাফেজ আব্দুল মুক্তাদির, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড ছাতক উপজেলা’র সভাপতি হাফিজ মাওলানা সাইফুল আলম, সাধারণ সম্পাদক হাফিজ তাজির উদ্দিন, অর্থ সম্পাদক হাফিজ নজির আলী, । এ-সময় জেলা আল ইসলাহ্ নেতা মাওলানা নাজমুল হক নসিব, উপজেলা আল ইসলাহ্ নেতা কারী শামীম আহমদ নজরী, লতিফিয়া কারী সোসাইটির সাধারণ সম্পাদক কারী আব্দুল জব্বার, যুক্তরাজ্য প্রবাসী কারী আব্দুল হক, তালামিযে ইসলামিয়া কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, তালামিযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা’র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মোঃ শাহজাহান, এইচ এম আব্দুল বাসিত, তালামিযে ইসলামিয়া ছাতক (উত্তর’র) আব্দুল আহাদ, সহ-সভাপতি আব্দুল গাফফার, বাহার উদ্দিন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।