মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈর কংক্রিট মিক্সার গাড়ির চাকায় পৃষ্ট হয়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু বেগম খালেদা জিযার রোগ মুক্তির কামনায় বিএনপির প্রার্থী আনিসুল হকের দোয়া ও আলোচনা সভা খালেদা জিয়ার সুস্থতা কামনায় কয়ছর এম আহমদ এর নির্দেশনায় জগন্নাথপুরে মিলাদ ও দোয়া মাহফিল কলকলিয়া ইউনিয়ন আনসার ভিডিপি ক্লাব সমিতির উদ্যোগে সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন উদ্দেশ্যমূলক অপপ্রচারের শিকার বাবুল মিয়া খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাসিরনগরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত ঢাকা–১৯ আসনে বিএনপি প্রার্থী ডা. সালাউদ্দিন বাবু ভাইয়ের সমর্থনে লিফলেট বিতরণে মাঠে ছাত্রদল নেতা মোশারফ হিমেল জীবননগরে সীমান্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত সিটি প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মাইদুল ইসলাম বহিষ্কার নাগরপুরে উপজেলা কিন্ডারগার্টেন এর বৃত্তি পরিক্ষা  ২০২৫ অনুষ্ঠিত 

নড়াইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে জাল স্বাক্ষরের অভিযোগ

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
  • আপডেটের সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ সময় দেখুন

নড়াইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে জাল স্বাক্ষরের অভিযোগ

নড়াইলের হবখালী হামিদুনেচ্ছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছামীন বিশ্বাসের বিরুদ্ধে সহকারী শিক্ষিকা ঝুমা রানী বোসকে বিদ্যালয়ে অনুপস্থিত থাকা সত্ত্বেও হাজিরা খাতায় জাল স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে।

জানা যায়, এ বিষয়ে বিদ্যালয়ের আরেক শিক্ষক এম এম আছাদুজ্জামান গত ৩ আগস্ট অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগে বলা হয়, ঝুমা রানী বোস দীর্ঘদিন বিদ্যালয়ে উপস্থিত না থেকেও নিয়মিত বেতন-ভাতা গ্রহণ করছেন। প্রধান শিক্ষক আবু ছামীন বিশ্বাস প্রায় এক বছর ধরে তাকে চিকিৎসাজনিত ছুটি অনুমোদন দিয়ে আসছেন। অভিযোগ রয়েছে, মাঝে মাঝে ঝুমা রানীর স্বামী অমল কুমার নাগ বিদ্যালয়ে এসে তার হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। সর্বশেষ ২৭ থেকে ৩১ জুলাই পর্যন্ত অনুপস্থিত থেকেও তিনি হাজিরা দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি কাজী ইমদাদুর রহমান বলেন, “আমরা নতুন কমিটি গঠনের পর থেকে ঝুমা রানীকে বিদ্যালয়ে দেখি নাই। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি জানান, তিনি নিয়ম অনুযায়ী ছুটিতে আছেন।”

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা জানায়, ঝুমা ম্যাডামকে তারা ছয়-সাত মাস ধরে বিদ্যালয়ে দেখতে পায়নি। সবাই বলছে, তিনি নাকি ছুটিতে আছেন।

একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, প্রধান শিক্ষক পক্ষপাতমূলক আচরণ করছেন। কেউ যদি তার অনুকূলে না থাকেন, তবে সামান্য অনুপস্থিতিতেও তাদের বেতন কেটে নেওয়া হয়। অথচ ঝুমা রানী বোসকে দীর্ঘদিন ধরে বিশেষ সুবিধা দিয়ে আসছেন।

অভিযোগকারী শিক্ষক এম এম আছাদুজ্জামান বলেন, “প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও দ্বিচারিতার কারণে বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঝুমা রানী দীর্ঘদিন ছুটিতে থাকলেও বিভিন্ন সময়ে হাজিরা খাতায় তার নামে স্বাক্ষর দেওয়া হয়েছে।”

ঝুমা রানী বোসের সাথে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

অন্যদিকে প্রধান শিক্ষক আবু ছামীন বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, “মানবিক কারণে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পরামর্শে ঝুমা রানী বোসকে স্বাক্ষর করানো হয়েছে।”

তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এ বিষয়ে বলেন, “প্রধান শিক্ষক আমার কাছে এসেছিলেন। আমি তাকে বলেছি ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করতে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD