মাদারগঞ্জের চান্দাবাজ আকন্দ সোহাগের বিরুদ্ধে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
আকন্দ সোহাগ মাদারগঞ্জের কালবেলার প্রতিনিধি। আওয়ামীলীগ সরকারের সময় সোহাগ মির্জা সোহেল ও মির্জা আজম এবং রিমুর খুবই বিশ্বস্ত ছিল। ব্যাপক টাকা কামাইছে। শেখ হাসিনা সরকারের পতনের পর আকন্দ সোহাগ বিএনপি নেতাকর্মীদেরকে বেকায়দায় ফেলতে বিভিন্ন তথ্য জামালপুরের সাংবাদিকদের প্রদান করে। আকন্দ আওয়ামীলীগের দোসর। এখনো আওয়ামীলীগের টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছে৷
মাদারগঞ্জ এর মির্জা সোহেল, রিমু, বেলাল এরা কই আছে সব জানে। আকন্দ সোহাগের সাথে প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে। অতি দ্রুত আকন্দ সোহাগকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
পাশাপাশি তার মাসে ৮০ হাজার টাকা খরচ হয় সেই টাকা ইনকামের সোর্স কোথায়? দুর্নীতি দমন কমিশন, জামালপুর জেলার পুলিশ সুপার, ওসি মাদারগঞ্জ আপনাদের দৃষ্টি আকর্ষণ কামনা করছেন মাদারগঞ্জ এর মানুষ। এই আকন্দ সোহাগ মির্জা সোহেলকে সরাসরি মেয়ে সাপ্লাই দিতো।
মাদারগঞ্জ এর আওয়ামীলীগের নেতারা কে কোথায় আছে সব জানে আকন্দ সোহাগ। পাশাপাশি জামালপুরের কর্মরত সাংবাদিকদের মাদারগঞ্জ এর বিএনপি নেতাদের বিরুদ্ধে লেখাতে নানা পায়তারা করে আসছে। প্রশ্নবিদ্ধ করতে চায়। জামাত, শিবির, এনসিপি, বিএনপি, আওয়ামীলীগ সবার সাথে এখন তালে তাল মিলিয়ে চলতেছে৷ একজনের খবর আরেক জনকে দিচ্ছে। সবাই সতর্ক থাকুন। এই চাদাবাজের বিরুদ্ধে সবাই সচেতন হোন।