ধোবাউড়ায় মোবাইল কোর্টের অভিযানে ৩টি মামলায় জরিমানা আদায়।
ময়মনসিংহের ধোবাউড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ টি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বুধবার বিকালে কলসিন্দুর বালুঘাটে অভিযান চালিয়ে একটি লড়ি আটক করে সড়ক পরিবহন আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বালু জব্দ করে মসজিদ মাদ্রাসায় দেওয়া হয়েছে।এছাড়াও দুটি মটরসাইকেল আটক ৬ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন। সহযোগিতায় ছিল ধোবাউড়া থানা পুলিশ।