সিলেট-২ আসনে জমিয়তের মনোনয়ন পেলেন হাফিজ হুসাইন আহমদ
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি হাফিজ হুসাইন আহমদ।
শনিবার (৯ আগস্ট) ঢাকায় জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এ সময় দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সিলেট-২ আসনের প্রার্থী হিসেবে হাফিজ হুসাইন আহমদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নির্বাচন উপ-কমিটির সদস্য এবং বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথীর পুত্র। তার বাবা ছিলেন দেশের খ্যাতিমান আলেম ও প্রখ্যাত রাজনীতিবিদ, জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি আল্লামা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী (রাহ.)। জমিয়ত প্রতিষ্ঠা ও বিস্তারে তাঁর অসামান্য অবদানের জন্য তাঁকে ‘বাবায়ে জমিয়ত’ বা ‘জমিয়তের জনক’ নামে সম্মানিত করা হয়।
কৈশোর থেকেই হাফিজ হুসাইন আহমদ জমিয়তের সঙ্গে যুক্ত। যুক্তরাজ্য ও ইউরোপে তিনি সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইউকে জমিয়তের সহসভাপতি এবং কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
ধর্মীয় শিক্ষা বিস্তার ও অসহায় মানুষের সেবায় তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।