রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:

দিনাজপুরের বিরলে প্রেমের টানে সুদুর চীন থেকে এসেছে প্রেমিক যুবক। চলছে বিয়ের প্রস্তুতি

সাদেকুল ইসলাম, বিরল(দিনাজপুর) প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৪ সময় দেখুন

দিনাজপুরের বিরলে প্রেমের টানে সুদুর চীন থেকে এসেছে প্রেমিক যুবক। চলছে বিয়ের প্রস্তুতি

 

দিনাজপুরের বিরলে বাংলাদেশী প্রেমিকা তরুণীর সাথে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে সুদুর চীন থেকে আসা প্রেমিক যুবক ইয়ং সং সং (২৬)।

এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরল উপজেলার ১০ নং রাণীপুকুর ইউপি’র কাজিপাড়া শিমুলতলা গ্রামে।
খবরটি ছড়িয়ে পড়ার পর প্রেমিক চীনা যুবক কে এক নজর দেখার জন্য প্রেমিকার বাড়িতে শত শত উৎসুক জনতা ভিড় জমেছে ।

জানা গেছে, প্রেমিক যুবক ইয়ং সং সং (২৬) পেশায় একজন ইঞ্জিনিয়ার (নির্মাণ)। তার বাড়ি চীনের জিয়াংসু প্রদেশে। তার বাবা মৃত ইউয়ান সিকি এবং মা লিউ ফেনহং।
প্রায় ১ বছর আগে ভার্চুয়াল হ্যালো ট্যাক অ্যাপসের মাধ্যমে বাংলাদেশি তরুণী প্রেমিকা সুরভী আক্তার (১৯) এর সাথে পরিচয় হয়। সুরভী আক্তার বিরল উপজেলার রাণীপুকুর ইউপি’র কাজিপাড়া শিমুলতলা গ্রামের অটোচালক নুর হোসেন বাবু ও সাথী আক্তারের মেয়ে।

সুরভী আক্তার ও চীনা যুবক ইয়ং সং সং জানায়, তাদের দু’জনের পরিচয় হবার পর ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপ গড়ে উঠে। এক পর্যায় প্রেমিক যুবক ইয়ং সং সং প্রেমিকা সুরভী আক্তারের টানে গত ৪ আগস্ট সুদুর চীন থেকে বাংলাদেশে ছুটে আসে। ১০ আগস্ট রোববার সন্ধ্যায় প্রেমিকা সুরভী আক্তারের বাড়িতে পৌছায় সে।

সুরভীর পরিবারের লোকজন এবং স্থানীয়রা জানান, চীন থেকে আসা যুবকের পরিচয় ও কাগজপত্র পর্যালোচনা করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে সুরভীর সাথে তার বিয়ে দেয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD